চটি-কা-ঘাত

 চটি-কা-ঘাত
অনেক তো হ’ল শালা অনৃতভাষণ –
        হেঁড়ে-গলা বেতালা বেসুর কুবাচন;
নাও দেখি এইবেলা ফল হাতেনাতে
        একজোড়া পাদুকার আঘাত মাথা পেতে।
ছিল কার মলিনচরণত্রাণ হয়ে,
        ততোধিক মলিন অনামা জুতোজোড়া –
ধরমের কল বুঝি নড়েছে বাতাসে,    
তাই       উড়ে এল তোদের দিকে রে মুখপোড়া!
দিনে-ডাকাতির দল দোহাই পেড়েছে
              মায়ের মাটির আর মানুষের নামে,
দ্যাখ্‌ দেখি ঘুষখোর কীরকম লাগে – 
সেই      মা যখন চটি ছুঁড়ে মারে ঐ গালে!              

Note: For the audio version of the poem, please click here

Sreejit Datta

Sreejit Datta is an educator, researcher and social commentator, writing/speaking on subjects critical to rediscovering and rekindling the Indic consciousness in postmodern, neoliberal world

0 Reviews

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *